সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালিঘাট অভিযানের ডাক দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কিন্তু চাকরি প্রার্থীদের হাজরা মোড়েই আটকে দেয়। মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ২০১৩ সালের বিজ্ঞপ্তির ৩১৮৩ শূন্যপদের মধ্যে ২০১৮ সালে প্যানেল লিস্ট ছাড়াই নিয়োগ করেছে মাত্র ১৫০০। হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে নিয়োগের। কিন্তু বারংবার প্রতিশ্রুতি সত্বেও নিয়োগ অধরা। দ্রুত নিয়োগ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তাদের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৩ সালে বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ৩১৮৩, আপটু ডেট হওয়ার কথা ২০১৬ পর্যন্ত। সেই হিসাবে শূন্যপদ হওয়ার কথা প্রায় ৫০০০। কিন্তু ২০১৮ সালে প্যানেল লিস্ট প্রকাশ না করে কাদের নিয়োগ করেছে, কত নিয়োগ করেছে কিছুই জায়নি কমিশন। পরে জানা যায় প্রায় ১৯০০ জন কে রেকোমেন্ডেড করেছে মাদ্রাসা গুলোতে নিয়োগ হয়েছে মাত্র ১৫০০ শূন্যপদে। সেখানেও প্রচুর দূর্নীতি। পরীক্ষায় বসেনি তাদের ও কমিশন নিয়োগ করেছে এমন দুজন শিক্ষক ধরা পড়ে ২ বছর বেতন নিয়ে নেওয়ার পর। কমিশনের কোন নিয়ম মেনে নিয়োগ হয়নি। খাতাকে বিকৃতি করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, কি নিয়মে পরীক্ষা নেওয়া হয়েছে সেই প্রশ্নের ও উত্তর নেই কমিশনের আধিকারিকদের কাছে। দূর্নীতিতে ভর্তি এই কমিশন। যে আরটিআই গুলো দেওয়া হয়েছে একাডেমি ইভালুয়েশন ২০১০ গেজেট রুলসের সাথে মিল খাচ্ছে না। প্রত্যেকর মার্কাস বেশি হয়ে যাচ্ছে। তাদের আক্ষেপ, দীর্ঘ চার বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন করছে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু নিয়োগ অধরা। 6slst নিয়োগের সময় মাদ্রাসা শিক্ষা মন্ত্রীছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি। তা সত্বেও এতো দূর্নীতি আর বঞ্চনা কেন অভিযোগ চাকরি প্রার্থীদের?ভোটের পূর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন নিয়োগ দিতে। এখন পর্যন্ত নিয়োগ হয়নি। ১৪ ই অক্টোবর মাননীয় মন্ত্রী গোলাম রাব্বানী আশ্বাস দিয়েছিলেন দ্রুত নিয়োগ দেওয়া হবে। নিয়োগ না হওয়ায় আজ বুধবার ১৫ই মার্চ তৎকালীন মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি কালিঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিলো কিন্তু চাকরি প্রার্থীদের হাজরা মোড়েই আটকে দেয়।মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম বলেন ২০১৩সালের বিজ্ঞপ্তির ৩১৮৩ শূন্যপদের মধ্যে ২০১৮ সালে প্যানেল লিস্ট ছাড়াই নিয়োগ করেছে মাত্র ১৫০০। হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে নিয়োগের। কিন্তু বারংবার প্রতিশ্রুতি সত্বেও নিয়োগ অধরা। দ্রুত নিয়োগ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct