সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: যুব সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে জেলায় রাজনৈতিক সংঘর্ষ ততই বৃদ্ধি পাচ্ছে । এবার সিপিআইএমের যুব সংগঠনের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দলবল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের আংগারিয়া গ্রামে ।স্থানীয় সূত্র জানতে পারা যায় , মঙ্গলবার রাতে সিপিআইএমের যুব সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আবদুল গনি ভাঙ্গিকে আংগারিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করা হয় এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন । আব্দুল গনি ভাঙ্গি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন , আমরা একসঙ্গে বসে চা খাই হঠাৎ কেন আমার উপরে আক্রমণ করল তা বুঝে উঠতে পারছি না। তবে রাজনৈতিক কারণে তার ওপর আক্রমণ করা হয়েছে বলে তিনি দাবি করেন । এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় বললেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল । এছাড়াও তিনি বলেন , বোম গুলি বন্দুক এসবে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অবাধ গণতন্ত্র ফিরিয়ে এনেছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct