আপনজন ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের খুজদার জেলায় একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ২ জন। এতে আরো আহত হয়েছেন ৮ জন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। খুজদারের জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা (এসএসপি) ফাহাদ খোসা জানিয়েছেন, দো তালোয়ার চকের কাছে সুলতান রোডে বিস্ফোরণটি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct