আপনজন ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝেই পুনরায় ১২ হাজার নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী মাসেই শুরু হবে ১২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। বুধবার সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, মে মাসের মধ্যে ১২,০০০ শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে। আরো নতুন কিছু শূন্যপদ চিহ্নিত হয়েছে। দ্রুত নিয়োগ হবে প্রাথমিকে। তবে শুধু প্রাথমিকে শিক্ষক নিয়োগ নয়, হাইস্কুলেও শিক্ষক নিয়োগ করা হবে। প্রথমে হবে প্রধান শিক্ষক নিয়োগ। প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আমরা মে মাসেই শুরু করা হবে। এরপর হবে পঞ্চম থেকে অষ্টম অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এরপর নবম-দশম ও সব শেষে হবে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct