নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বুধবার আচমকা নবান্নের পাঁচতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর বারোটা বেজে দশ মিনিট । ঘুরে দেখেন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কথা বলেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।বুধবার দুপুরে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন নিজের ঘরে না গিয়ে তিনি ঢুকে পড়েন পাঁচতলায়, স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরে । আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সকলে। ঢুকেই মুখ্যমন্ত্রী দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। দেখা নেই কর্মীদের।এরপরই উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সম্ভবত তিনি জানতে চান, ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না। পাশাপাশি এদিন এত কর্মী আসেননি কেন, তাও জিজ্ঞেস করেন। বেশ কিছুক্ষণ উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যান স্বাস্থ্য দফতরে। সেখানেও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তারপর চলে যান নিজের ঘরে।তবে এই ঘটনায় প্রশ্ন, হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শন? তবে কি স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? তবে সূত্রের খবর, ১০ মার্চ অর্থাৎ ডিএ-এর দাবিতে ধর্মঘটের দিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে কর্মীদের উপস্থিতির হার ছিল সব থেকে কম। স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতরে কর্মীদের উপস্থিতি নিয়েছিল নানা অভিযোগ । তাই তিনি নিজেই আজ ঝটিকা সফরে বিষয়টি খতিয়ে দেখেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct