নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বলিউড বাদশা শাহরুখ খানের পাশাপাশি বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা দেব । বুধবার নবান্নে শিল্প বৈঠক থেকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ একাধিক মন্ত্রী ও আমলা। বৈঠকে ছিলেন অভিনেতা দেব, রাজ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষও। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দেবের নাম। তবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন, শাহরুখ খান যেমন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন তেমন থাকবেন। নবান্নের ভরা সভাঘরে বৈঠক যখন প্রায় শেষের মুখে মুখ্যমন্ত্রী হঠাৎ দেবকে বলেন, ‘তোমার কিছু বলার আছে?’ মুখ্যমন্ত্রীর প্রশ্নে চুপ থাকেন দেব। এরপরই মমতা তাঁকে বলেন, ‘তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাও না।’ আচমকা এমন প্রস্তাবে ইতিউতি তাকাতে থাকেন তখন অভিনেতা।দেব কিছু বলার আগেই মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন আবার। তিনি বলেন, পর্যটন দফতরের কে আছ? তোমরা দেব-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দাও। এরপরই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘শাহরুখ যেমন আছে থাকবে। একটা ভিডিয়োতেও ও ছিল। কিন্তু শাহরুখ তো ব্যস্ত, সময় পায় না বেচারা।’ দেবকে সামনে রেখে যাতে একটি ভিডিয়ো তৈরি করে পর্যটন দফতর, এদিন সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct