আপনজন ডেস্ক: এবার থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ ফিচার বন্ধ করতে চলেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ‘রিলস'-এর দর্শক সংখ্যার (ভিউ) ভিত্তিতে আর কোনো অর্থ দেবে না তারা। আর সেটা বাস্তবায়ন হলে, রিলস থেকে বোনাস আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। টিকটক ভারতে ব্যান হওয়ার পর ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস' ফিচার চালু করে মেটা। রিলসের জনপ্রিয়তা বাড়াতে নির্দিষ্ট সংখ্যক দর্শকসংশ্লিষ্ট ভিডিও দেখার (ভিউ) ওপর ভিত্তি করে অর্থ দেওয়ার ঘোষণা দেয় মেটা। ‘রিলস পে' থেকে মোটা অংকের অর্থ বোনাস দেয় কোম্পানিটি। এতে বিজ্ঞাপন ও বাণিজ্যিক ভিডিও থেকে আয়ের পাশাপাশি জনপ্রিয় ভিডিও কনটেন্ট নির্মাতাদের বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হয়। বাড়তি অর্থ আয়ের সুযোগ থাকায় দ্রুত জনপ্রিয় হয় মেটার রিলস ফিচার। তবে রিলস পে বন্ধ করায় ভিডিওর ‘ভিউ'র হিসেবে কোনো অর্থ পাবেন না রিলস নির্মাতারা। শীঘ্রই এ সিদ্ধান্ত কার্যকর হবে। মূলত নির্দিষ্ট সংখ্যক দর্শক রিলস ভিডিও দেখলেই নির্মাতাদের অর্থ দেয় মেটা। এ অর্থের পরিমাণ মোট ভিউ-এর ওপর নির্ভর করে। রিলস নির্মাতারা অবশ্য মেটার এমন ঘোষণাকে অনৈতিক বলে মনে করছেন। জনপ্রিয় এক রিলস নির্মাতা বলেন, এটি খুবই হতাশাজনক। হঠাৎ করে এভাবে আয়ের সুযোগ বন্ধ করা প্রতারণার শামিল। তবে মেটা জানিয়েছে, রিলস নির্মাতারা আগের মতোই বিজ্ঞাপন বা অন্যান্য খাত থেকে রিলস থেকেও আয় করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct