নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: শনিবার নাচে গানে কবিতায় বক্তব্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে অনুষ্ঠিত হল সম্প্রীতির বসন্ত উৎসব। কলামন্থন একাডেমী অব ফাইন আর্টস সাংস্কৃতিক সংগঠন ও চলো পাল্টাই সামাজিক সংগঠন এদিনের বসন্ত উৎসবের আয়োজন করে। ভাঙড় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের রঙের উৎসব। এদিন সকালে পথপরিক্রমার মাধ্যমে বসন্ত উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পথপরিক্রমা হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে ভাঙড় থানা অবধি যায়। থানার পুলিশ কর্মীদের সঙ্গে রঙের খেলায় মাতেন আট থেকে আশি। এদিন নৃত্য পরিবেশন করেন নিশা পারভীন, তানিয়া মন্ডলরা। গান পরিবেশন করেন বেতার ও দূরদর্শন শিল্পী নির্মল কুমার ঘোষ, সান্তনু গাঙ্গুলি, ইনজামুল তরফদার, আজহার উদ্দিন প্রমুখ। কবিতা পাঠ করেন বিশ্বজিৎ ভৌমিক, সানন্যা মন্ডল, সৃজনী সাধুখা, সাদ্দাম হোসেন মিদ্দে প্রমুখ। এদিন বক্তব্য রাখেন অধ্যাপক নিরুপম আচার্য, কবি আমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিক পাল, কনিকা মন্ডল ও দেবারতি দাস। এদিনের বসন্ত উৎসবে এলাকার সব ধর্ম ও শ্রেণী, পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উৎসবে অংশগ্রহণকারীদের উদ্যোক্তাদের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজ দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা সুমন দাস বলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে চাই। হিন্দু মুসলিম সবাই একসাথে থাকতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct