মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কার্য্যালয়ে জরুরীকালীন পরিষেবা বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের হজ্ব পালনকারীদের টিকাকরণ কর্মসূচি, বিমানবন্দর, মদিনাতুল হুজ্জাজ ও কৈখালী হজ্ব টাওয়ারে হাজী পরিষেবা, পানীয় জলের সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়। উল্লেখ্য,২০২৩ সালের হজ্ব সফলভাবে সম্পন্ন করার জন্য সম্প্রতি নিউটাউনের মদিনাতুল হুজ্জাজে প্রাক্ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এদিনের এই বৈঠকে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক মনীষ মিশ্র বলেন, হজ্বের পুরো পরিষেবা মূলত উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। তাই রাজ্য সরকারের সহযোগিতায় সমস্ত দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় সফলভাবে হজ্ব পরিষেবা দিয়ে থাকে জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আশা প্রকাশ করেন এ বছর আরো উন্নত পরিষেবা সম্পন্ন করতে তৎপর থাকবে রাজ্য কমিটি। রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম,সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, প্রধান সচিব গোলাম আলী আনসারি, দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ,হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নকি সহ সমস্ত আধিকারিকদের দায়িত্বশীল প্রচেষ্টা ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদীর নেতৃত্বে জেলা প্রশাসনিক কর্মকর্তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানায় একেএম ফারহাদ। প্রসঙ্গত,প্রত্যেক বছরের মতো এবারও হাজীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটি তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু অফিসার সৌগত মাইতি, হজ্ব কমিটির সদস্য পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি,জয়েন্ট ডিরেক্টর,বিএসএফ আধিকারিক,পি ডব্লিউ ডি আধিকারিক, পি এইচ ই আধিকারিক, হজ্ব কমিটির পক্ষে ইকবাল নাইয়ার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct