নিজস্ব প্রতিবেদক, বিধাননগর, আপনজন: মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও পরিবহনের ব্যবস্থা করলেন ওয়ার্ড ‘অরবিভাবক’ আজিজুল-মমতা। মঙ্গলবার শুরু হয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে বসতি পরীক্ষার্থীদের জন্য একটি ক্যাম্প খুলে পরিবহন পরিষেবার ব্যবস্থা করে দিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। পরীক্ষার প্রতিদিনই নিজের বাসভবনের সামনের শিবির থেকে খুলে পড়ুয়াদের ওই পরিবহন পরিষেবা দিচ্ছেন আজিজুল-মমতা। মঙ্গলবার সেই পরীক্ষার প্রথম দিনই আজিজুলের টাটা সুমো, অটো, ই-রিক্সা চড়ে একাধিক সেন্টারে পৌঁছে যান পরিক্ষার্থীরা। এমনকি শিবিরে দেরিতে আসা প্রীতি সিং নামে এক ছাত্রীকে নিজের গাড়িতে চাপিয়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেন ‘মানবিক’ কাউন্সিলর। আজিজুল জানান, ছোট-বড় বিভিন্ন পরিবহন মিলিয়ে ওয়ার্ডের প্রায় ৭০ জন উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে পাঠন হয়েছে। এ পরিষেবা চলবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct