রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মনের জেদ আর প্রবল ইচ্ছা শক্তি নিয়ে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন শারীরিকভাবে অক্ষম মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ছাত্রী জেমিমা ইয়াসমিন। মঙ্গলবার সামশেরগঞ্জের বাসুদেবপুর হাই স্কুলে বাংলা পরীক্ষা সম্পূর্ণ করেন তিনি। অন্যের উপর ভর করে সুদূর আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সামসেরগঞ্জের চাচন্ড বি জে হাইস্কুলে কার্যত এক প্রকার শুয়েই পরীক্ষা দিলেন বানিচাদ আগরওয়াল স্কুলের ছাত্রী। ইচ্ছে শক্তি আর মনের জেদেই জেমিমা খাতুনের পরীক্ষাকে স্যালুট করেছেন সকলেই।জানা গিয়েছে, সামসেরগঞ্জের লালপুর গ্রামের বাসিন্দা খালেকুজ্জামানের মেয়ে জেমিমা ইয়াসমিন। পায়ে অক্ষম হওয়ার পাশাপাশি হাত ও মুখও কার্যত অসাড়। অন্যের উপর ভর করেই নিয়মিত বানিচাদ আগরওয়াল স্কুলে পড়াশুনা করতে যেতো সে। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে জেমিমা। মঙ্গলবার প্রথম দিন দিদির সঙ্গে সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুলে আসে সে। যেহেতু ওই ছাত্রী বেঞ্চে বসে পরীক্ষা দিতে অক্ষম তাই তার জন্য আলাদা ভাবে একটি রুমে মাদুর পেতে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয় স্কুলের পক্ষ থেকে। সেখানেই কার্যত শুয়ে শুয়ে পরীক্ষা দেয় জেমিমা। ছাত্রীর অদম্য জেদের প্রশংসা করেছেন সকলেই। ছাত্রী জেমিমা ইয়াসমিন জানান, মনের জেদেই এই পর্যায়ে আসা। আমি এই ভাবে এগিয়ে যেতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct