আপনজন ডেস্ক: রমজান মাসে বলদে যায় বিভিন্ন ক্রীড়ার সময়সূচি ও পরিবেশ। সকল বিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতি, একতার দৃষ্টান্ত স্থাপনের দিক দিয়ে অনন্য এক নজির গড়তে যাচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিজেদের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের পিচের পাশেই মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করার ঘোষণা দিয়েছে লন্ডনের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ইতিহাসে যা এক বিরল ঘটনা। এই উদ্যোগে তারা দাতব্য প্রতিষ্ঠান রামাদান টেন্ট প্রজেক্টকেও পাশে পেয়েছে। চেলসির অফিসিয়াল ক্লাব ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct