অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আন্তর্জাতিক নদী কৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স উদযাপন একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। মঙ্গলবার বালুরঘাটে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে পরিবেশ প্রেমী সংস্থা তরফে আত্রেয়ী নদী সমীক্ষার প্রথম দিনে প্রথম পর্বে কালিকাপুর ঘাট থেকে আত্রেয়ী সদর ঘাট পর্যন্ত এই সমীক্ষা করা হয়। এদিনের এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন বিজন সরকার, তুহিন শুভ্র মন্ডল, ত্রিদীব সরকার সহ আরো অনেকে। এবিষয়ে দিশারী সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ আমরা নদীর এই পর্যবেক্ষণ, নদীকে ভালো রাখার উপায় রিপোর্ট আকারে জেলাশাসক, মহকুমা শাসক এবং পৌরসভার পৌরপ্রধানের কাছে তুলে ধরব। অন্যদিকে, আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে অযোধ্যা কালিদাসি বিদ্যাদ্যানিকেতনের শিক্ষার্থীরা নতুন নদী খুঁজতে কর্মসূচি করে। কামারপাড়া, বিরহিনী, ঝিনাইপোতা দিয়ে প্রবাহিত ঘুপসি যে খাঁড়ি নয় অতীত গবেষণায় উল্লিখিত ঘুসকি নদী সে কথাই ওদের জানান বিদ্যালয়ের ভূগোল শিক্ষক তুহিন শুভ্র মন্ডল। নদীকে ভালবাসার পাঠও দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct