সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দীর্ঘদিন পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামবাসীরা, মিলেছে বহু প্রতিশ্রুতি কিন্তু তারপরেও জলসংকট মেটেনে, তাই এবার ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। এ ছবি বাঁকুড়া জেলার বাঁকুড়া দুই নম্বর ব্লকের জুনবেদিয়া এলাকার। জানা যায়, মাসখানেক আগে এই এলাকায় দলীয় কর্মসূচিতে এসেছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তালডাংরার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব । তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত এই সমস্যা সমাধানের কিন্তু একমাস পেরিয়ে গেলেও এখনো মেটেনি জল সংকট । রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষরা ।এলাকার সাধারণ মানুষদের দাবি , গ্রীষ্মকাল আসতেই জনসংকট ক্রমশই তীব্রতর হচ্ছে । দু’বছর আগে গ্রামে পানীয় জলের পাইপ লাইন বসলেও জল আসে না। তাই প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল নিয়ে আসতে হয় ফলে গ্রামের মহিলাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে রান্নাবান্না থেকে শুরু করে প্রয়োজনীয় কাজ করতে। আর এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখী হয়ে রীতিমত ক্ষোভ উগরে দিলেন তারা। মমতা ব্যানার্জি নামে এক বৃদ্ধা বলেন , দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে কিন্তু মিলেছে বহু প্রতিশ্রুতি তবে সমস্যার সমাধান হয়নি । সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে তাই ভোট নিতে এলে তাড়িয়ে দেব ভোট দেব না। এ বিষয়ে বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত জানান , আমরা দ্রুত এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালাচ্ছি। কয়েকদিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct