নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বিচারব্যবস্থা মানুষের শেষ ভরসার জায়গা। যখন মানুষ বঞ্চিত হতে হতে কোণঠাসা হয়ে যায়, বিচারের বাণী বাঁচার আলো দেখায় মানুষকে। মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী নিজেই এবার আইনজীবী হিসাবে প্র্যাকটিস করার ইচ্ছে প্রকাশ করলেন। রাজ্যের প্রশাসনিক প্রধান আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করতে চান, কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠে না বলে জানান।মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা রাখার সময় বলেন, আমি কখনও কখনও ভাবি, আমি নিজেই গিয়ে কোর্টে প্র্যাকটিস করি। টাইম পেয়ে উঠছি না। কিন্তু কিছু কিছু কেসে ভাবছি নিজেই লিড করব। কারণ নিজে নিজের অন্তরের কথাটা যতটা বলতে পারব, একটা ব্রিফ করার মধ্যে বলা আরেকটা নিজে ব্রিফিংটা করা, নিজের অন্তর থেকে বলা, দুটোর মধ্যে অনেক সামঞ্জস্য ব্যাহত হয়। তাই সুযোগ পেলে আমাকেও সুযোগ দেবেন। কথা দিচ্ছি পয়সা নেব না।নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো বলছি, আমি যদি কোনও অন্যায় করি, আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন, আমি কিছু মনে করব না। আমি জীবনে জেনেশুনে অন্যায় করিনি। ক্ষমতায় আসার পর একজন সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তবে তোমরা কেন খাচ্ছো! দেওয়ার ক্ষমতা নেই, কাড়বার ক্ষমতা আছে!’ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সিপিএম-এর আমলে অশোক গঙ্গোপাধ্যায়ের একটা রায় দেখেছিলাম। চাকরি মামলা ছিল। বলেছিলেন, সংশোধন করে নাও যদি ভুল থাকে। চাকরি খাওয়ার কথা বলেননি। আর এখন রোজ কথায় কথায় ৩ হাজার, ৪ হাজার চাকরি বাদ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct