মেহরাজ চৌধুরী, শিলচর: মুক্ত হলেন জান্নাত খাতুন। নেপালের সারলাহি জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা ৫৮ বছর বয়স্কা জান্নাত খাতুন। ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের কারণে তাকে দীর্ঘদিন শিলচর জেলে থাকতে হয়েছে। ১২ মার্চ রোববার তাকে এম্বুলেন্স সহযোগে নেপালের উদ্দেশ্যে পাঠানো হয়। উল্লেখ্য ২০১৮ সালে নভেম্বর মাসে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় কাটিগড়া থানা এলাকায় তাকে গ্রেফতার করা হয় এবং শিলচর আদালতে আইনি প্রক্রিয়ার পর দুবছর সাজা ঘোষনা করে ২০১৮ সালের ২৮ নভেম্বর তাকে শিলচর সেন্ট্রাল জেলে প্রেরণ করা হয়। আদালতের ঘোষনা মতো ২০২০ সালের ২৭ ডিসেম্বর তার জেলের ম্যাদ শেষ হয়। কিন্তু ভারত নেপাল দুদেশের আইনি মারপ্যাচে আরো দু বছর জান্নাত খাতুনকে জেলের ভাত খেতে হল। অবশেষে সবকিছু ঠিকঠাক করে রোববার তাকে নেপালের পথে পাঠানো হয়। দীর্ঘদিন জেলে থাকার দরুন জান্নাত খাতুন অসুস্থ তাই এম্বুলেন্স করে সড়ক পথে পাঠানো হয়েছে । এম্বুলেন্সটি অসম ও পশ্চিমবঙ্গের সীমান্ত শ্রীরামপুর পর্যন্ত যাবে। সেখান থেকে অন্য এম্বুলেন্স করে নেপাল সীমান্ত কাকুর ভিটায় এর পর নেপালে। জান্নাত খাতুনের ছেলে ফিরোজ ও অন্য এক আত্মীয় সাথে রয়েছেন। বিদায় কালে কাছাড়ের জেলা পুলিশ সুপার নুমল মাহাতো এবং কলকাতার নেপাল দূতাবাসের কার্যালয় সচিব সতীশ থাপা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct