এহসানুল হক, বসিরহাট: বসিরহাট সংগঠনিক জেলা আইএনটিটিইউসির অফিসের সূচনা হল সোমবার। কার্যালয় সূচনা করতে আসেন জেলা আইএনটিইউসির সভাপতি তথা রাজ্য সভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন ভবন উদ্বোধন করেন ফ্রিতে কেটে কেটে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের। কেন্দ্র সরকারকে কড়া ভাষায় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি শুধু রাজ্য কিংবা দেশ নয়, গোটা বিশ্বের মঞ্চে বিশেষভাবে সমাদৃত হচ্ছে। আর তা দেখেই গা জ্বালা করছে বিজেপির। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ভাতে মারার চেষ্টা চলছে। যাবতীয় গাইড লাইন মানা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। নানাভাবে উন্নয়নের টাকা আটকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই আমার একটাই আবেদন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের জয় এমনভাবে সুনিশ্চিত করতে হবে যে, রাজনৈতিক ষড়যন্ত্রকারী বিজেপি, সিপিএম, কংগ্রেসে যেন মাথা তুলে দাঁড়াতে না পারে।
পঞ্চায়েতে গোহারা হারিয়েই বিজেপির মিথ্যাচারের জবাব দিতে হবে। সাগরদিঘী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ওসব ধোপে টেকবেনা। কি সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করছেন। পাশাপাশি তিনি বলেন,য় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে জেলা সভা করতে যাচ্ছি বিভিন্ন জায়গায়। আগামীতে বসিরহাটের শ্রমিকদের নিয়ে বড় সভা অনুষ্ঠিত হবে। বসিরহাট আইএনটিটিইউসি সাংগঠনিক জেলা সভাপতি কৌশিক দত্তের সভাপতিত্ব করেন এদিনের সভায়। উপস্থিত ছিলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, বসিরহাটের সাংগঠনিক সভাপতি কৌশিক দত্ত, তৃণমূল কাউন্সিলর ও শ্রমিক নেতা ভাস্কর মিত্র, কাউন্সিলর পরিমল মজুমদার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct