আপনজন ডেস্ক: নেপালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রাম চন্দ্র পাউদেল। বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে নেপালি কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা পাউদেল প্রেসিডেন্ট নির্বাচিত হন। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হরি কৃষ্ণ কার্কি রাম চন্দ্র পাউদেলকে শপথবাক্য পাঠ করান। পাউদেলের বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন প্রচণ্ডের জোটের প্রধান শরিক দল কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্টের সুবাস চন্দ্র নেমওয়াং। ৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে পাউদেল পান ৩৩ হাজার ৮০২ ভোট। অন্যদিকে, নেমওয়াং পান ১৫ হাজার ৫১৮ ভোট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct