আপনজন ডেস্ক: মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে যেসব জাতিগত সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে তার একটি বলছে, একটি বৌদ্ধ মঠে আশ্রয় নেওয়া অন্তত ২৮ ব্যক্তি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশের নাম নিন গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) পোস্ট করা একটি ভিডিওতে কিছু মরদেহ দেখা গেছে, দৃশ্যত যাদের দেহে গুলির ক্ষত রয়েছে। নিহতদের মধ্যে বেশ কিছু লোকের গায়ে বৌদ্ধ ভিক্ষুদের কমলা পোশাকও রয়েছে। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, দুই বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে সেনাবাহিনী এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে প্রাণঘাতী লড়াই চলছে। ইদানীং তার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
রাজধানী নেপিট এবং থাইল্যান্ডের সীমান্তের মধ্যবর্তী এই অঞ্চলে কিছু মারাত্মক লড়াই হয়েছে। গত শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কাছাকাছি সময় জঙ্গি বিমান এবং কামান দিয়ে গোলাবর্ষণের পর সেনাবাহিনী ওই গ্রামে প্রবেশ করে এবং গ্রামের একটি মঠের মধ্যে লুকিয়ে থাকা মানুষজনকে হত্যা করে বলে কেএনডিএফ জানিয়েছে। ওই গোষ্ঠীর একটি ভিডিওতে দেখা গেছে, অন্তত ২১টি মরদেহ মঠের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct