আপনজন ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে পবিত্র কুরআন থেকে একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার প্রথম আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই অধিবেশনে মুসলিম দেশ কর্তৃক শরণার্থীদের আশ্রয়দান প্রসঙ্গে তা উল্লেখ করেন তিনি।
গুতরেস তার বক্তব্যে পবিত্র কুরআনের সুরা তাওবার ৬ নং আয়াত উল্লেখ করেছেন। সেই আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আপনার কাছে মুশরিকদের কেউ আশ্রয় চাইলে আপনি তাকে আশ্রয় দিন, যেন সে আল্লাহর কথা শুনতে পায়, অতঃপর আপনি তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিন, কারণ তারা এমন জাতি যারা উপলব্ধি করে না।’ আয়াতের অনুবাদটি উল্লেখের পর গুতরেস বলেছেন, ‘জাতিসংঘে শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনকালে আমি অনেক মুসলিম দেশের সীমান্ত উন্মুক্ত করে দিতে দেখেছি। যেন বাধ্য হয়ে নিজ দেশ ত্যাগকারীরা সেখানে আশ্রয় নিতে পারে। অথচ একই সময়ে অন্য দেশগুলো নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে। মূলত মুসলিম দেশগুলো ইসলামের ধর্মগ্রন্থ থেকে এই অনুপ্রেরণা গ্রহণ করেছে।’ গুতরেস আরো বলেছেন, ‘পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct