আপনজন ডেস্ক: ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্তার ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এর দরুন আগামী ১৪ ই মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ১৪ ও ১৫ই মার্চ মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে পরবর্তী কালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে সঙ্গে বইতে পারে ঝড়ো হওয়া। কলকাতাতে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে এবং তার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ।পরবর্তীকালে সপ্তাহের শেষে রবিবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের ওপর এই ঘূর্ণাবর্তার দরুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার দরুন শস্যের ক্ষতি হতে পারে নিচু এলাকায় রাস্তাঘাট ভেঙে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে রাজ্যবাসীকে খোলা আকাশের নিচে বা ধান ক্ষেতে অথবা কোন ফাঁকা জায়গায় না যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct