নিজস্ব প্রতিনিধি,বড়ঞা: গ্রুপ সি- তে চাকরি বাতিলের তালিকায় মায়ের নাম আসতেই আত্মঘাতী হল মেয়ে। মুর্শিদাবাদের বড়ঞা থানার কোগ্ৰাম গ্ৰামের বাসিন্দা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পান্ডা কৌশিক ঘোষের দিদি লাভপুর সত্যনারায়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লার্ক বিভা ঘোষের নাম এসেছে। সদ্য প্রকাশ হওয়া গ্রুপ সি পদের ভুয়ো চাকরি প্রার্থী তালিকায়। আর তারপরেই রবিবার বড়ঞা থানার কোগ্ৰামে নিজের বাড়িতেই গলায় ওড়না পেচিয়ে আন্তঘাতী হয় বীরভূমের লাভপুর কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্রী রিয়াঙ্কা ঘোষ।
মৃত রিয়াঙ্কা ঘোষ নিয়োগ দুর্নীতিতে ধৃত এজেন্ট কৌশিক ঘোষের ভাগ্নি বলে জানা যাচ্ছে। পরিবার সূত্রে দাবি পারিবারিক কোনো সমস্যা ছিল না। সকলের চোখের আড়ালেই গতকাল নিজের ঘরে নিজের গলার ওড়না দিয়েই আত্মঘাতী হয় এই ছাত্রী ।তবে তার দুই দিন আগেই মায়ের নাম এসেছে গ্রুপ' সি র চাকরি বাতিলের তালিকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ,সেই অবসাদেই এই সিদ্ধান্ত নিয়েছে মৃত ছাত্রী ।তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোন সঠিক কারণ জানানো হয় নি। যদিও মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct