রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: প্রতি বছরের মতো এবছরও খতমে বোখারী অনুষ্ঠান আয়োজিত হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ন জামেয়া মোহাম্মাদীয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসায়। রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে হাফেজ ও আলেম বিভাগের কৃতিরা বোখারী খতম করেন। এবছর মোট ১৪ জন মাদ্রাসা ছাত্র হাফেজ ও আলেম ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখ্য, ১৯৪২ সালে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়। প্রতি বছরের মতো এবছরও মাদ্রাসার মোট ১৪ জন ছাত্র আলেম ও হাফেজ ডিগ্রি সম্পন্ন করেন। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বোখারী খতম করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া মোহাম্মাদীয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসার হেড মোদাররেস মাওলানা নাসিমুদ্দিন রহমানি, সহকারী হেড মোদাররেস শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম কাসেমী, মাদ্রাসার সম্পাদক মাস্টার আব্দুল খালেক সহ এলাকার বিভিন্ন প্রান্তে থেকে আলেমওলামা, সাধারণ মানুষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জামিয়া মোহাম্মদীয়া দারুল উলুম লোহারপুর মাদ্রাসার সহকারী হেড মোদাররেস শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম কাসেমী জানান, মুসলিম সমাজকে কুরআনের আলোয় গড়ে তুলতে লোহরপুর মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের অবদান অপরিসীম। এদিন তিনি মুসলিম মিল্লাতকে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে চলার ও ভ্রাতৃত্ব বজায় রেখে ইসলামের যাবতীয় নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct