নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: শ্বশুর শাশুড়ি আগেই বাড়ি ছেড়ে অন্যত্র বাড়ি বেধেছে , ভিন রাজ্যে কাজ করতে গিয়ে স্বামীর আকস্মিক মৃত্যুতে চরম সংকটে পড়েছে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী। নাবালক চার সন্তানকে নিয়ে কার্যত চরম আর্থিক সংকটে পড়েছে এক গৃহবধূ! হতভাগ্য এই গৃহবধূ তার চার সন্তানের লালন পালনের জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন। হতভাগ্য সেই গৃহবধূ হল সামিমা বিবি। তার ৪ সন্তান। ৩ মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে উম্মে সালমা (৯), মেজো সাহিনা খাতুন(৮), ছোটো মেয়ে সেলিম আখতার(৭), একমাত্র পুত্র সন্তান আলিফ নূর(৪) । সন্তানেরা সকলেই নাবালক নাবালিকা। পাঁচ ছয় জনের সংসারে রোজগার বলতে কিছু ছিল না। সন্তানদের কথা ভেবে ৫ মাস আগে মহারাষ্ট্রে চলে যায় পরিবারের কর্তা তাদের বাবা নাসিমুল শেখ । দাদনের তিন মাসের অগ্রিম টাকা নিয়ে সে স্ত্রীর হাতে সেই টাকা তুলে দিয়ে ভিন্ রাজ্যে পাড়ি দেয়। কিন্তু শুক্রবার দুপুরে মুম্বইয়ের মীরা রোড এলাকায় এক বহুতল ভবনের ৭ তলা থেকে পড়ে যান নীচে। ঘটনাস্থলাই মৃত্যু হয় এই পরিযায়ী শ্রমিকের। বর্তমানে স্বামী হারিয়ে চরম আর্থিক সংকটে পরে চার নাবালক নাবালিকার মা ।বাড়ির গাড়ির অবস্থা এতটাই দুষ্ট যে মুম্বাই থেকে মৃতদেহ আনার খরচ তাদের ছিল না। গ্রামবাসীরা চাঁদা তুলে মৃতদেহ গ্রামে আনার বন্দোবস্ত করে। মৃত শ্রমিক নাসিমুল আলির স্ত্রী সামিমা বিবি জানান, ‘স্বামীর মৃত্যুর ঘটনা এখনও বিশ্বাসই করতে পারছি না। মুম্বই সরকারে সাহায্য এখনও পাইনি। গ্রামের মানুষেরা চাঁদা তুলে দেহ আনার ব্যবস্থা করছেন। রাজ্য সরকার ও সাধারণ মানুষ পাশে না দাঁড়ালে চার নাবালক সন্তান নিয়ে অথৈজলে পড়তে হবে আমাকে।” প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার বাসিন্দা টিঙ্কুর রহমান বিশ্বাস ছুটে এসে পরিবারের প্রতি সমবেদনা জানান। ওর চারটি ছোট ছোট সন্তান রয়েছে। আর ওর শ্বশুর শ্বাশুড়ি বিয়ে করে অন্যত্র থাকেন। স্বভাবতই বাড়িটি আর্থিক দিক থেকে অসহায়। মৃতের স্ত্রী সামিমা অসুস্থ চিকিৎসা চলে। তাদের আর্তি পাশে দাড়ান। আর্থিক সাহায্য ও একটি সন্তানের পড়াশোনার দায়ভার গ্রহণ করেন। অসহায় পরিবারের পাশে সকল মানুষকে দাঁড়ানোর আবেদন জানান। এদিকে যে স্কুলে পড়ে মৃত শ্রমিকের ছেলেমেয়েরা তাদের বকেয়া টাকা আর নেবেন না বলে জানান কর্ণধার রফিকুল ইসলাম । রফিকুল ইসলাম আরো বলেন, তার স্কুলে পড়াশোনার জন্য খরচ নেবেন না। বিনা পয়সাতে পড়াশোনা করাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct