এহসানুল হক, বসিরহাট, আপনজন: প্রত্যন্ত এলাকায় দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এল সামাস্থা কেরালা সুন্নি স্টুডেন্টস ফেডারেশন। এদিন তাদের সহযোগিতায় ফরওয়ার্ড ফাউন্ডেশনের কর্তৃক উত্তর পরগনা জেলার উত্তর দেবীপুর গ্রামে একটি কমিউনিটি লার্নিং সেন্টার-এর সূচনা হল। এখানে দুস্থ অসহায় ছাত্রছাত্রীরা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি এইচএস থেকে শুরু করে বিএ, বিকম পর্যন্ত সমস্ত বই এই লাইব্রেরিতে থাকবে।যারা অর্থের অভাবে দামি দামি বই কিনতে পারেন না পাশাপাশি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ পড়ার সুবিধা থাকবে বলে কর্তৃপক্ষর তরফ থেকে জানা গিয়েছে। এদিন বিকাল চারটে নাগাদ বসিরহাটের উত্তর দেবীপুর এলাকায় বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধর অর্থাৎ বঙ্গনুর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন, সৈয়দ হামিদ আলী রসুন বংশধর, বিশিষ্ট সমাজসেবী সাব্বির গফফার, আসলাম ফায়েজি সংগঠনের সম্পাদক,শরফুদ্দিন হুদাভী, আব্দুল ওয়াহিদ মুসলিয়ার, হযরত মুহাম্মদ কুট্টি ফয়েজি, মুহাম্মদ দারিমি, হাজী ইব্রাহিম, মনসুর হুদাবি জোনাল অফিসার অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার, চাঁপাপুকুর পঞ্চায়েতের উপপ্রধান নাজমুল হক প্রমুখ। এদিন মুফতি আব্দুল মাতিন বলেন, কমিউনিটি লার্নিং সেন্টার লাইব্রেরীর উদ্বোধন করা হলো আজ। শিক্ষার্থীরা স্কুল শেষে ছুটির দিনগুলিতে এই লাইব্রেরীতে এসে হোম ওয়ার্ক করতে পারবেন, পাশাপাশি আই টি অ্যাসাইনমেন্ট অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবেন। উচ্চশিক্ষা কেরিয়ার কাউন্সিলিং সরকারি স্কিমের জন্য হেল্প ডেস্ক আছে। এখান থেকেই বিভিন্ন সরকারি স্কিমের সুবিধা পাওয়া যাবে বলেও তিনি জানান। সেন্টারটি থেকে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হবে বিশেষ করে স্কুল ছুট বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। এদিন ফিতে কেটে সূচনায় মুফতি আব্দুল মাতিন ছাড়াও কেরালা থেকে আসা বিভিন্ন সংগঠনের নেত্রী বর্গরা। এদিন চাঁপাপুকুর পঞ্চায়েতের উপপ্রধান নাজমুল হক বলেন, সামাস্থা কেরালা সুন্নি স্টুডেন্টস ফেডারেশন সংগঠনের তরফ থেকে যেভাবে একটি প্রত্যন্ত এলাকায় লাইব্রেরী সেন্টারের আয়োজন করা হয়েছে আমি খুব আপ্লুত । অসহায় দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই কর্মকাণ্ড আমাদের খুবই মুগ্ধ করেছে। এদিন মুফতি আব্দুল মাতিন তার সহযোগিতায় পশ্চিমবঙ্গে এই প্রথম এমন লাইব্রেরীর উদ্বোধন হল। তার তত্ত্বাবধানে প্রায় দুশোটি কেরল মডেল স্কুল চলছে বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct