এম মেহেদী সানি, ডোমকল, আপনজন: সম্প্রীতি ও সামাজিক ঐক্য স্থাপনের লক্ষ্যে ‘ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশন’-এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হল। ওই সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তিতুমীর সভাঘরে অনুষ্ঠান মঞ্চ থেকে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়। ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাজু বলেন, ‘বর্তমান সময়ে মানুষ সামাজিক জীব হয়েও সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে একাকি আধুনিক জীবনযাপনে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছে। এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে ব্যতিক্রম কিছু করার প্রয়াসে ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রগতির লক্ষ্যে দুস্থ মানুষের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা কাজ করে চলেছি।’’ সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ বার্ষিক সভা থেকে একাধিক পরিকল্পনা গৃহীত হয়েছে বলে জানান সংগঠনের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাজু। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অলোক দাশগুপ্ত তিনি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সভাপতি আমিনুল ইসলাম সমাজ সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ দেন। উপস্থিত ছিলেন ইউএসএফের রাজ্য সভাপতি ডঃ টিকেন্দ্র নাথ সরকার, কার্যকরী সভাপতি অমিতাভ ধর, বিনা দত্ত, সেখ ইমরান, সেখ সাবির আলি, ফিরোজ আহমেদ মোল্লা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার এবং সাংবাদিকদের কাজের স্বীকৃতি স্বরূপ স্বরাক ও মানপত্র দিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct