রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: কান্দি থানার কোটালদীঘি গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় যাতায়াতের রাস্তা। রাস্তা এতটাই খারাপ যে রবিবার দুপুরে ট্রাক্টর উল্টে পড়ে গেল পুকুরে। যার জেরে চাঞ্চল্য গোটা এলাকায়। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত ডাক দিল ভোট বয়কের।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে গোটা এলাকায়, যদিও পরবর্তী সময়ে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কোটালদিঘি থেকে নতুনপাড়া পর্যন্ত প্রায় কয়েকটি রাস্তা প্রায় সাত বছর ধরে বেহাল অবস্থা। গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এবং আগামীদিনে রাস্তা সংস্কার না হলে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন। এ প্রসঙ্গে মানুয়ার সেখ বলেন, ‘যখনই ভোট আসে তখনই মেম্বার প্রধানরা এসে বলে এবার রাস্তা হবে কিন্তু এখনো হয়নি। এবার আর ভোট দিতে যাব না।’ গ্রামের বাসিন্দা আবুল সেখ বলেন, ‘এখানে এবার নিয়ে তিনটি গাড়ি দূর্ঘটনা ঘটল, কেবলমাত্র রাস্তা খারাপের জন্য। তাই গ্রামবাসীরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে রাস্তা তারপর ভোট।’ যদিও এ বিষয়ে কান্দি বিডিও রমন ভুট্টার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি। এখন দেখার বিষয় এই রাস্তা নিয়ে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, ভোট বয়কট ডাকে রাস্তা কী সংস্কার করা হবে! তা আগামী দিনে বোঝা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct