আপনজন ডেস্ক: হোয়াটসঅ্যাপে কোন ছবি পাঠালে সাধারণত সেই ছবির রেজ্যুলেশন রীতিমতো কমিয়ে অপেক্ষাকৃত খারাপমানের ছবি অন্যকে পাঠানো হয়। তবে এবার থেকে ছবির রেজ্যুলেশন ভালো রেখে ছবি পাঠানো যাবে। মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ‘ফটো কোয়ালিটি' নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যেম ফুল রেজ্যুলেশনে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যাবে। ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম সমর্থন করে। হোয়াটসঅ্যাপে ‘অটো', ‘বেস্ট কোয়ালিটি’এবং ‘ডাটা সেভার’অপশনের মাধ্যমে পছন্দের মিডিয়ায় আপলোড কোয়ালিটি বেছে নেওয়ার যাবে। এ ছাড়া এটি তৃতীয় অটো অপশনও সমর্থন করে। সুবিধাটি নিতে আপনার ডিভাইসটি ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। তখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে হাই কোয়ালিটির ছবি পাঠাবে। অ্যান্ড্রয়েড সংস্করণে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়া না থাকলে আপডেট করে নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ ওপেন করে ওপরের ডান দিকে থাকা থ্রি ডট মেন্যুতে চাপুন। এখানে সেটিংস অপশন চাপুন। এ অপশনে থাকা স্টোরেজ অ্যান্ড ডাটাতে ট্যাপ করুন। তার পর মিডিয়া আপলোড কোয়ালিটি অপশনে থাকা ফটো আপলোড কোয়ালিটি অপশনটি চাপুন। এবার ‘অটো', ‘বেস্ট কোয়ালিটি’এবং ‘ডাটা সেভার’ আর এই অপশনগুলোর মধ্যে আপনার পছন্দের কোয়ালিটি বেছে নিন। আর সব ঠিকঠাক থাকলে ওকে বাটন চাপুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct