নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: আর্থিক দিকে পিছিয়ে পড়া উলেমা ও ইমামগনদের আর্থিক মানোন্নয়নে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হল কালিয়াচকের জালালপুরের বরানগরে তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে। রবিবাসরীয় এই কর্মশালায় বিভিন্ন উলেমায়ে ও ইমামগন উপস্থিত ছিলেন। একটি এনজিও তরফে সংশ্লিষ্ট স্কুলের সহযোগিতায় এই কর্মশালায় শিক্ষার উন্নয়ন, উৎকর্ষ বিধান, মানুষকে এডুকেশনের সাথে , কাজের সাথে বেশি করে যুক্ত থাকার আবেদন জানানো হয়। উলেমায়ে ও ইমামদের বেতন অনেক কম । ধর্মীয় কাজের পাশাপাশি ইমামদের আরো উপার্জন কীভাবে সম্ভব সেই কথা তুলে ধরলেন আগত বিশিষ্টবক্তাগন। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষায় খরচ, মেডিকেল অন্যান্য খরচ বৃদ্ধির ফলে ইমামতির সামান্য বেতনে সংসার চালানো কষ্টকর । এই কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে ইমামতির পাশাপাশি একটি ব্যবসা করতে অনেকে আগ্রহী তারা। সময়মত নমাজ ও সমাজের অসুবিধা বা ক্ষতি না করে আমি আমার ফ্রি সময়ে এই কাজে ব্রতি হতে চেয়ে অঙ্গীকার করেন । কেউ খেজুর, গিফট, মধু, ড্রাই ফুড, কাপড়, টেক্সটাইল সহ অনেক রকম ব্যবসা প্রসঙ্গক্রমে উঠে আসে ও মতামত দেন । এই সকল ব্যবসা অনেকের সামগ্রীক উন্নয়ন সম্ভব হবে সেই কথা তুলে ধরা হয়। ছোট ব্যবসা বড় ব্যবসা বলে কিছু নেই।সততার সাথে পরিশ্রমের সাথে ধীরে ধীরে ব্যবসাকে কীভাবে বাড়ানো সম্ভব সেই টিপস দেন বক্তারা। সরকারের বিভিন্ন স্কিমগুলি নজর রাখার কথা বলেন ও সেখান থেকে অনেক ভালো স্কিম রয়েছে সেই স্কিমে উপকৃত হ্ওয়া সম্ভব। সবাইকে সচেতন ও সম্ভবপর স্কিমগুলি রুপায়নের কথা তুলে ধরা হয়। কর্মশালায় ভাষন দেন মায়েশাত মিডিয়া ম্যানেজিং ডিরেক্টর দানিশ রিয়াজ, ধুলিয়ানের প্রখ্যাত চিকিৎসক আব্দুস সুকুর, অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিস মেডিয়েটেশনের সম্পাদক মহুয়া মুখার্জী, স্থানীয় বাসিন্দা তথা তামিলনাড়ুতে ব্যবসায়ী সেতাউর রহমান, তারবিয়াহ কেম্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ। প্রসঙ্গত এখানে একজন ইমাম কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। নমাজ কায়েম করে সৎপথে অল্প অল্প করে কীভাবে ব্যবসাতে বিস্তার করেছে তা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। আজিজুর রহমান বলেন, শুধুমাত্র উলেমা ও ইমাম ই নয়, যারা বেকার যুবক যুবতী কাজ করতে , এগিয়ে যেতে চাই সকলকেই এগিয়ে এই ধরণের কর্মশালায় আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষা, কর্মসংস্থান, প্রশিক্ষণ সম্পন্ন হলে কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব বলে জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct