নিজস্ব প্রতিবেদক, ক্যানিং, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিং ২ ব্লকের অন্তর্গত ঘুটিয়ারি শরিফ সিনিয়র মাদ্রাসায় কন্যাশ্রী ছাত্রীদের (বেগম রোকেয়া কন্যাশ্রী ক্লাব) নিয়ে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হল। নারী পাচার, শিশু শ্রমিক, বাল্যবিবাহ নানান অসামাজিক কার্যকলাপ রোধ করতে এই প্রোগ্রাম। এদিন শিশু ও নারী পাচার রোধে বিভিন্ন সচেতনতামূলক পদেক্ষপ নেওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনরা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যানিং মহাকুমা শাসক প্রতিক সিংহ, ডিএমডিসি মহাদ্রুতি অধিকারী। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লা, পরিচালন সমিতির সম্পাদক জাহাঙ্গীর লস্কর মহাশয়, বিশিষ্ট সদস্য হাফিজুর রহমান, শিক্ষাবন্ধু গোলাম মাওলা পুরকাইত, স্বেচ্ছাসেবী সংস্থা সিনি প্রতিনিধি দেবার্ঘ সহ অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct