এহসানুল হক, বসিরহাট, আপনজন: গত কয়েকদিন আগে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হাড়োয়ার বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাওয়া যায়। সেই পোস্টার ঘিরে বসিরহাট জেলা জুড়ে রাজ্য রাজনীতিতে তোলপাড়। যদিও ওই পোস্টার এর নিচেই লেখা ছিল তৃণমূলের কর্মীবৃন্দ। ঘটনার পরে হাড়োয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। অভিযোগ পেয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করে বলে এমনটাই খবর প্রকাশিত হয়। আজ আবারো হাড়োয়ায় বিধায়ক হাজী নুরুল ইসলামকে মিথ্যা অপবাদ দেওয়ায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে অর্থাৎ হাড়োয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তৃণমূলের কর্মীরা। হাড়োয়ার বিডিও অফিস থেকে থানা পর্যন্ত এক বিশাল রালির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলাম ,হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ একাধিক বিশিষ্টজনেরা। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি এই প্রতিবাদ সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেউ কেউ তৃণমূল কংগ্রেসের নাম করে তৃণমূলকে বদনাম করার জন্য বিভিন্ন কর্মকান্ড করছে। তিনি বলেন কেউ যদি খাতা পেন নিয়ে তারা যদি বলেন, আমরা তৃণমূল আমরা এটা মানতে পারবো না হাড়োয়ার মানুষ মানবে না। তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। আব্দুল্লাহ রনি বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানুষের জন্য ভাবেন। হাজী নুরুলকে সৎ রাজনীতিবিদ অ্যাখ্যা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct