নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: স্কুলে গিয়ে এবার খুদেরা পড়তে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মজার মজার ছড়া। কারণ কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে পুরসভার অধীনে থাকা সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই। পুরসভার শিক্ষা দফতর মনে করছে, সহজ-সরল ভাষায় লেখা ছড়াগুলো ছোটদের বই পড়ার আগ্রহ বাড়াবে।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি লাইব্রেরি শুরু করেছে কলকাতা পুরসভার অধীনে থাকা স্কুলগুলি। এতদিন পুরসভার স্কুলগুলিতে লাইব্রেরির সুবিধা ছিল না। প্রাথমিকভাবে পাঁচটি স্কুলে শুরু হয়েছে লাইব্রেরি। ধাপা আর ট্যাংরা এলাকার তিনটি ভবনে চলা পাঁচটি স্কুলে লাইব্রেরি শুরু করা হয়েছে। লাইব্রেরির এক সুন্দর নামও দেওয়া হয়েছে। শিশুদের যাতে আকর্ষণ করে তাই নাম দেওয়া হয়েছে লাইব্রেরির ‘গল্পঘর’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একাধিক শিশু সাহিত্যিকের বই রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা বলেন, ‘লেখা কম ছবি বেশি। শিশুদের জন্য এমন পিকটোরিয়াল বই আমরা রাখছি। স্কুলের সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখা হচ্ছে। সেটাই ‘লাইব্রেরি ক্লাস’। বাচ্চারা ওই সময় লাইব্রেরিতেই সময় কাটাবে। ’উল্লেখ্য পুরসভার অধীনে থাকা মোট স্কুলের সংখ্যা ২৪২টি। তার মধ্যে ১৮টি স্কুলকে সম্প্রতি মিশিয়ে দেওয়া হয়েছে অন্য স্কুলের সঙ্গে। আরও দশটি স্কুলকে অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct