আর্য্য খান, আজমির, আপনজন: খাজা মইনুদ্দিন চিশতির দরগা জিয়ারত করলেন কলকাতার মানিক তলায় অবস্থিত হযরত ফতেহ আলী ওয়সী(রহ)এর দরবারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কুতুবউদ্দিন তরফদার। গত শুক্রবার কলকাতা থেকে বিমান যোগ দিল্লিতে পৌঁছান সেখান থেকে খাজা মইনুদ্দিন চিসতির দরবারে হাজির হন। এক প্রতিক্রিয়া তিনি বলেন, আল্লাহর অলির দরবারে এসে নিজেকে অনেক হালকা মনে হয়। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন এনার দরবারে এসে মানসিক শান্তি পাই, তাই বারবার ছুটে আসি। তিনি বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক হওয়া উচিত । আল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন সেই উদ্দেশ্যে আমরা এখানে আসি। প্রত্যেকেই যেন এই কাজটি করেন। অন্যান্য মানুষ বিভিন্ন শির্ক এবং বিদ আতে লিপ্ত হন আমরা চাই সেসব আজ থেকে দূরে থাকুন বিদআত বর্জন করুন। তিনি আরো বলেন, কলকাতার মানিকতলায় শুয়ে রয়েছেন উনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারক হযরত ফতেহ আলী ওয়সী রহমাতুল্লাহ আলাইহে। তার দরবারেও প্রতিদিন শত শত মানুষ আসেন আগামী দিনে এই দরবারটিও সেজে উঠবে। সর্বধর্ম সমন্বয়ে হাজির হন দোয়া নিতে ।মানিকতলার একদিন দেশের অন্যতম দরবার শরীফ হয়ে উঠবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গনি, মানিকতলা বিধানসভার কো-অর্ডিনেটর শ্রেয়া পান্ডে স্থানীয় জনগণ যেভাবে এই দরকারটিকে রক্ষা করার কাজে জড়িত রয়েছেন তাতে দেশের মধ্যে অন্যতম দরবার হয়ে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct