সময়
কেতকী মির্জা
অজস্র ক্ষণের স্রোতে কেটে যায় জীবন
একে একে শস্যক্ষেত রক্তপাতে স্মৃতিপ্রস্তর
একে একে শ্মশান
বৃষ্টিপাত আর জীবনের স্মৃতি পেয়ে আবার সবুজ।
এইসব বিস্ময় ---
শস্যক্ষেত আর গোরস্তান
বদলে নেয় স্ব স্ব বাসস্থান।
আমার যে বন্ধু
এক বসন্তের বিকেলে শহীদ হয়েছিল
সে বলত ---- শস্যক্ষেত আর শ্মশান
স্ব স্ব স্থানে রাখার যুদ্ধে না দাঁড়ালে তুমি শুধু
নিরালম্ব সময়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct