আজিম শেখ, রামপুরহাট, আপনজন: আবারো প্রমাণ করলেন রক্তের কোন জাত পাত হয় না। প্রসূতি হিন্দু বোনেকে রক্ত দিয়ে বুঝিয়ে দিলেন মসজিদের ইমাম। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পম্পা হালদার নামে এক প্রসূতি বোন, রক্তের অভাবে সিজার আটকে ছিল, তার পরিবার সকাল থেকে সারাদিন খোঁজ করেও কোথাও মেলেনি রক্ত। বোনটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল ক্রমশ। শেষমেষ আয়েব শাহ নামে এক যুবকে যোগাযোগ করেন সেই আয়েব শাহ আবার এমারহজিন্স ব্লাড গ্রুপ সার্ভিসের একজন সদস্য। আয়েব শাহ জানান, আমি একজন সাধারণ সদস্য কে জানাই তারপরে ,অনেক খোঁজ হয় মাঝ রাতে ডোনার পাওয়া খুব মুশকিল হচ্ছিল। আমাকে সহযোগিতা করেন শামীম হোসেন, এবং ইন্দ্রনীল মন্ডল, মহম্মদ আলী। শেষমেষ, আমি আমার পরিচিত ইমাম মাওলানা হোসেন সাহেবকে জানাই বোনটির ব্যাপারে যে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, ইমাম সাহেব তৎক্ষণাৎ রক্তদানে রাজি হয়ে রামপুরহাট ব্লাড ব্যাংকের দিকে রওনা দেন। তারাপীঠ থানার অন্তর্গত ফুলিডাঙ্গা মসজিদের ইমাম মাওলানা হোসেন সাহেব রাত্রি সাড়ে বারোটার সময় নলহাটি থেকে জলসা করে ফিরে এসে রক্তদান করেন ইমারজেন্সি ব্লাড সার্ভিস এর হয়ে রক্ত দেন। তারপর রাত্রি দুটোর দিকে বাড়ি ফেরেন ইমাম সাহেব। সকালে খোঁজ মেলে প্রসূতি বোনের বাচ্চা হয়েছে এবং মা বাচ্চা দুজনেই সুস্থ। আয়েব সা এই প্রচেষ্টাকে এবং সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের লোক ও এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct