শামিম আহমেদ, হুগলি, আপনজন: আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার বাৎসরিক জলসা অনুষ্ঠিত হয় গত ৯ মার্চ বৃহস্পতিবার। উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান হযরত মাওলানা মনজুর আলম কাসেমী সাহেব, এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক মাওলানা মাহমুদুর রহমান কাসেমী সাহেব এবং মাওলানা আব্দুস সবুর কাসেমী সাহেব, জিব্রাইল ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর মাওলানা সাবা ইসমাইল নাদভী সাহেব, সমতা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা নুরুদ্দিন কাসেমী সাহেব এছাড়াও বহু বঙ্গ বিখ্যাত আলেম উপস্থিত ছিলেন। এনাদের উপস্থিতিতে মাদ্রাসার ছয় জন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হয়। মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, বেশি বেশি করে ছাত্রদের শিক্ষিত করে তুলতে হবে বাচ্চাদেরকে বিদেশে কাজে পাঠাতে নিষেধ করে বলেন, এটা পিতাদের জন্য লজ্জার, যে বাচ্চাদের কাজে পাঠিয়ে বাড়িতে বসে বসে খাবেন এটা আপনার জন্য লজ্জার। উনি বলেন আগে সন্তানদেরকে শিক্ষিত করে তুলতে হবে, সন্তান শিক্ষিত হলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে সমাজ বদলাবে দেশ বদলাবে, পিছিয়ে পড়া জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। এই ছিল ওনার বক্তব্যের সারসংক্ষেপ। সবশেষে মাদ্রাসার সম্পাদক হাফেজ মাওলানা মনিরুদ্দিন সাহেব বলেন, মাদ্রাসা ২০১০ সাল থেকে খিদমত করে চলেছে এ পর্যন্ত ৬৯ জন ছাত্রকে পূর্ণাঙ্গ হাফেজ উপহার দিতে পেরেছেন জাতিকে। উনি আরো বলেন যে মাদ্রাসার বহুমুখী খিদমত করে চলেছে, শিক্ষার প্রচার ও প্রসার ঘটিয়ে চলেছে আরামবাগে। ছাত্রদের হাফেজ করার সাথে সাথে বাংলা ইংরেজি অভিজ্ঞ শিক্ষক রেখে আরবির পাশাপাশি সমানভাবে জেনারেল শিক্ষা দিয়ে চলেছে আরামবাগ মাদ্রাসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct