ওয়ারিশ লস্কর, কলকাতা, আপনজন: শনিবার মৌলালী যুব কেন্দ্রে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির আয়োজনে এক ভাষা বাঁচাও কনভেনশন করা হয়।তাদের দাবি ছিল হিন্দিকে একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেয়া যাবেনা, ইংরেজিকে কার্যত তুলে দেয়া যাবেনা, ভারতীয় অন্যান্য ভাষাগুলির বিকাশের চরম উদাসীনতার প্রতিবাদ করা। সংসদীয় কমিটি গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির নিকট কেন্দ্র সরকার ১১ তম রিপোর্ট পেশ করেন বহু ভাষাভাষীর এ দেশ ভারতবর্ষের বৈচিত্র,ঐক্য কে ধ্বংস করার মত বিপদজনক সুপারিশ বলে মনে করছেন তারা। সংসদীয় কমিটির রিপোর্টের সুপারিশ করা হয়েছে এতদিন পর্যন্ত হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা সরকারি কাজে ব্যবহৃত হতো তা বাতিল করে হিন্দিতে একমাত্র সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত করা হবে কেন ইতিমধ্যে তার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিন্দি শেখা আবশ্যিক করা হয়েছে,কেন্দ্রীয় সরকারের চাকরি সংক্রান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলির ইংরেজি আর আবশ্যিক রাখা হবে না হিন্দি প্রশ্নপত্র করার বিষয়টি আলোচনাধীন। কেন্দ্রীয় সরকারে এইসব অমানবিক জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে প্রাক্তন অধ্যাপক মহীদাস যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়,প্রাক্তন অধ্যাপক অরুণ ঘোষ বর্ধমান বিশ্ববিদ্যালয়, এছাড়া সেভ এডুকেশন কমিটির সভাপতি অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক মনোজ গুহ মগরাহাট কলেজ,অধ্যাপিকা সোমা রায় মগরাহাট কলেজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct