আপনজন ডেস্ক: চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে রমজান মাস। রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতসহ অনেক কল্যাণের এ মাসে পবিত্র কোরআন শরিফের এক মিলিয়ন কপি বিতরণ করবে সৌদি আরব। এতে প্রায় ৭৬টি ভাষায় কোরআনের তরজমা করা কপি বিতরণ করা হবে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এর অনুমোদন দিয়েছেন। সম্প্রতি সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে। কোরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কপিগুলো বিতরণ করবে। সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আবদুল লতিফ আল শায়েখ বলেছেন, সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, মন্ত্রণালয় ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে যত্নসহকারে কোরআন ও কোরআনের অনুবাদ করা কপিগুলো পৌঁছে দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct