জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট রাজ্য কমিটির উদ্যোগে ব্লক প্রতিনিধিদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন মুর্শিদাবাদের লালবাগ মতিঝিল পুরাতন পার্কে অনুষ্ঠিত হয় ওই সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আল আমীন মিশনের সম্পাদক নুরুল ইসলাম, প্রাক্তন সংসদ আহমদ হাসান ইমরান, সাংসদ আবু তাহের খান, রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, রাজ্য সভাপতি মাওলানা জিয়াউল হক লষ্কর, আই পি এস, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক হুমায়ূন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির, আমানত ফাউন্ডেশনের শাহ আলম, সমাজসেবী সাবানা পারভীন, ডঃ সফিকুল ইসলাম, মাষ্টার মাইনুল ইসলাম। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার জেলা ইমামগণ উপস্থিত ছিলেন। এদিন সভা থেকে ইমাম মুয়াজ্জিনদের বিভিন্ন দাবি দাওয়াকে সমর্থন করেন বক্তারা। বর্তমান দ্রব্য মূল্য বৃদ্ধির দিকে তাকিয়ে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির প্রয়োজন আছে বলে মনে করেন অনেকেই। সরকারের পাশাপাশি মসজিদ কমিটিরও দৃষ্টি আকর্ষন করা হয় বেতন বৃদ্ধি নিয়ে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ বোর্ডকে দূর্নীতি মুক্ত, গরীব ইমাম মুয়াজ্জিনদের জন্য ঘরের ব্যবস্থা, নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ, মুর্শিদাবাদ নাম অক্ষুন্ন রেখে জেলা ভাগের নামকরণ করতে হবে এবং সরকারি দপ্তর, দলীয় পদ ও নির্বাচনের সময় সংখ্যানুপাতে সংখ্যালঘুদের চাকরি দিতে হবে এই দাবি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct