আপনজন ডেস্ক: বিশ্বে এমন কিছু প্রজাতির ব্যাঙ রয়েছে যা অত্যন্ত ভয়ঙ্কর। এদের একটি আফ্রিকান বুলফ্রগ।খাদ্যশৃঙ্খলের ক্রম অনুযায়ী সাপে ব্যাঙ ধরে খায়। কিন্তু আফ্রিকান বুলফ্রগের ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন। সাধারণত এই ব্যাঙ সাপ ধরে খেয়ে থাকে। এটি ‘পিক্সি ফ্রগ’ নামেও পরিচিত। সাধারণত অ্যাঙ্গোলা, কেনিয়া, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, তানজানিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে এদের দেখা যায়। আকৃতির দিক থেকে অন্যতম বড় ব্যাঙ আফ্রিকান বুলফ্রগ। এর পুরুষ ব্যাংয়ের ওজন ১.৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, মেয়ে ব্যাঙ পুরুষের আকারের অর্ধেক হয়। এদিক থেকে এগুলো একটু ব্যতিক্রম কারণ বেশিরভাগ উভচর প্রাণীর ক্ষেত্রে মেয়েদের তুলনায় পুরুষের আকার ছোট হয়।আফ্রিকান বুলফ্রগ মাংসাশী প্রাণী। পোকামাকড়, ছোট ইঁদুর, সাপ, ছোট পাখি, মাছসহ অন্য উভচর প্রাণীদের খেয়ে তারা জীবনধারণ করে। এটা এতটাই মাংসাশী যে মাঝে মাঝে নিজের ব্যাঙাচিও খেয়ে ফেলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct