আপনজন ডেস্ক: এর আগে দেখা গিয়েছে, কনকনে শীতে কিংবা কাঠফাটা রোদ্দুরে বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। তবে এবারে কিন্তু তেমনটা ঘটেনি। চলতি বছর শীত পেরিয়ে বসন্ত চললেও কলকাতায় এক ফোঁটা বৃষ্টি হয়নি। এ শহরে শেষবার বৃষ্টি হয়েছিল ২০২২ সালের ২৬ অক্টোবর। তারপর থেকে ১৩৭ দিন ধরে বৃষ্টির ছোঁয়া পায়নি শহরবাসী। শীতকালের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত বৃষ্টির যে ব্যবধান, তা ১৭ বছরে সর্বোচ্চ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০০৫ ও ২০০৬ সালে শীতকালের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত ১৭২ দিন কলকাতার কপালে বৃষ্টি জোটেনি। এবার ১৩৭ দিন ঠেকেছে।যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২০০৫-০৬ সালের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা এবার নেই। তারা জানিয়েছেন, সামা্ন্য হলেও কলকাতায় শীঘ্রই বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, শীঘ্রই পশ্চিমের জেলাগুলোতে কালবৈশাখীর হালকা সম্ভাবনা আছে। তবে সেই ঝড়ে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct