মনিরুজ্জামান, বারাসত, আপনজন: শুক্রবার ডি এ ইস্যুতে সংগ্ৰামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতিকে বিরোধিতা করে ময়দানে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। এদিন রাজ্য সরকারের ধর্মঘট বিরোধী মনোভাবের সপক্ষে নেমে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, এদিন মিড ডে মিল যথাযথ চালু ছিল। পাশাপাশি ধর্মঘটকে ব্যর্থ করতে সকল শিক্ষক -শিক্ষিকা, শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাদ্রাসায় উপস্থিতি হয়েছেন বলে তার দাবি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, আমরা এই বনধ-এর বিরোধিতা করেছি। তার জন্যই আমরা শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন জানিয়েছিলাম, যাতে এদিন পঠন-পাঠন স্বাভাবিক রাখা হয় মাদ্রাসাগুলিতে। এখানে উল্লেখ, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা এখনো বাকি আছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। একেএম ফারহাদ আরও বলেন, শুক্রবার উত্তর ২৪ পরগনার বেশ কিছু মাদ্রাসায় তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে এবং অন্যান্য জেলায় সংগঠনের কর্মকর্তাদের থেকে পাওয়া তথ্যে দেখা যায় সমস্ত মাদ্রাসায় স্বাভাবিক কর্ম দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে রাজ্যের সামগ্ৰিক উন্নয়নের পাশাপাশি সরকারি বেতনভুক্তদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে তার জন্য ফারহাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct