নকীব উদ্দিন গাজী, রায়দিঘি, আপনজন: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট এরই জেরে স্কুলে আসেননি শিক্ষকেরা স্কুল সচল রাখতে ক্লাস নিলেন সুন্দরবন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে দেখা গেল এমনই দৃশ্য। শুক্রবার রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘট। আর যার জেরেই স্কুলে আসেননি রায়দিঘির কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু অন্যান্য দিনের মতোই স্কুলে হাজির হয় ছাত্র ছাত্রীরা। কিন্তু ধর্মঘটকে সমর্থন জানিয়ে শিক্ষক-শিক্ষিকারা না আসায় বন্ধের পথে ছিল স্কুলের পঠন পাঠন। আর সেই খবর পাওয়া মাত্রই সুন্দরবন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপি হালদার তিনি নিজেই সটান হাজির হন স্কুলে। এলাকার গৃহ শিক্ষক শিক্ষিকাদের কে নিয়েই স্কুলের পঠন পাঠন চালু করেন। এমনকি তিনি নিজেও একটি ক্লাস নেন। পাশাপাশি তিনি বলেন, সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি নিয়ে ধর্মঘট ডাকার ফলেই শুক্রবার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা স্কুলে আসেন নি, সেই খবর যায় তার কাছে। তিনি একদিকে জেলার যুব সভাপতি ও অন্যদিকে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। তাই স্কুলের পঠন পাঠন চালু রাখতে এলাকার গৃহ শিক্ষক শিক্ষিকাদের কে নিয়েই স্কুলের পঠন পাঠন সচল রাখেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct