নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ি, আপনজন: মুখতার-এ- কায়েনাত কনফারেন্স অনুষ্ঠিত হল দারুল উলুম রেযাজিয়া প্রাঙ্গণে। সোমবার মোথাবাড়ি থানার দেবীপুর অচিনতলায় ৩৮ তম দাস্তারে ফাজিলাত উপলক্ষে এক রাত্রি ব্যাপী মনোজ্ঞ ধর্মীয় জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দারুল উলুমের প্রিন্সিপাল মৌলানা মুফতি রেযাউল মুস্তাফা মিসবাহি বলেন, এদিন মাদ্রাসায় ৩৮ জন পড়ুয়াকে আলিমে ১৪ জন, ফাজিলে ১০ জন , হাফিজে - ২ জন , কারীতে ১২ জন এখানে মোট ৩৮ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। সম্পাদক মাজিবার রহমান বলেন, এই মাদ্রাসায় ৩৫০ জন ছাত্র পড়াশোনা করে। উপস্থিত ছিলেন বিহার থেকে আগত মৌলানা সাঈয়াদ মোজাহিদ আশরাফ সাহে, ঝাড়খণ্ডের মৌলানা মজিবর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct