মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সেহারাবাজার ভিলেজ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল উদ্বোধন করলেন প্রাক্তন রঞ্জি, আইপিএল, আইসিএল ক্রিকেটার একলাখ আহমেদ। এই খেলায় দু’দলের ১৫ জন ১৫ জন ক্রিকেটারকে একলাখ আহমেদ পদক পরিয়ে সম্মাননা জানান। সেহারা বাজার ক্রিকেট একাডেমির উদ্যোগে ভিলেজ প্রিমিয়ার লিগে আইপিএলের ধাঁচে ক্রিকেট টুর্নামেন্ট করে। টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি প্লেয়ারকে নিলামে তুলে এক একটি টিমে যোগ করা হয়। ৩০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত ক্রিকেটারদের নিলাম ওঠে। আজ ফাইনাল খেলায় রেম্বো একাদশ ও সুমন একাদশ বামুনিয়া ফাইনাল খেলে । সুমন একাদশ বামুনিয়া জয় লাভ করে। জয়ীদের ৩০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি ও অনেক পুরস্কার দেওয়া হয় । বিজিত দল কে কুড়ি হাজার টাকা ও ট্রফি দিয়ে সম্মাননা জানানো হয়। এ খেলায় একলাখ আহমেদ বলেন গ্রামবাংলায় বহু ভালো ভালো ক্রিকেটার আছে। তারা ঠিক মতো সুযোগ পেলে অনেক দূর পৌঁছাতে পারবে। তিনি ভিলেজ প্রিমিয়ার লিগের সাফল্য কামনা করেন। এই ফাইনালের অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুন্সি হাফিজুর রহমান। যিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কলকাতা ক্রিকেট লিগে কোচ হিসাবে চ্যাম্পিয়ন করেছিলেন। ভিলেজ প্রিমিয়ার লীগের মূল উদ্যোক্তা মোল্লা মিনহাজ উদ্দিন সাহেব বলেন, আইপিএলের ধাছে এই খেলা সবে তো শুরু। আগামী দিনে এক মাস ধরে খেলা হবে ও দেশের সেরা সেরা প্লেয়াররা অংশগ্রহণ করবেন। এই ভিপিএলকে অন্য মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করে যাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct