রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি সহ নানাবিধ দাবি নিয়ে রাজ্য শ্রমিক সমাবেশ আয়োজিত হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। শুক্রবার সামসেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। উল্লেখ্য সাগরদিঘি উপনির্বাচন জনসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর জনসভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমি কথা দিয়ে যাচ্ছি, বিড়ি শ্রমিকদের মজুরি ২৩০ থেকে ২৪০ টাকা করার চেষ্টা করব এক-দেড়মাসের মধ্যে। এ বিষয়ে ইউনিয়নের সঙ্গে কথা বলে শীঘ্রই মজুরি বাড়ানোর নির্দেশ প্রদান করেন তিনি। সেই উপলক্ষে সামশেরগঞ্জে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ- বহরমপুর জোনের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাওনি সিংহ রায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, যুব সভাপতি হাবিব পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক সমাবেশে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সমাবেশ শুরুর প্রাক্কালে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহযোগে কর্মী সমর্থকদের আগমন লক্ষ করা যায়। সমাবেশ থেকে বিড়ির মজুরী হাজার প্রতি ২৪০ টাকা করার দাবি উঠেছে এবং সেই মজুরি খুব দ্রুত কার্যকর করা হবে বলেও আশা ব্যক্ত করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct