আপনজন ডেস্ক: যুক্তরাষ্টের প্রমোদতরি রুবি প্রিন্সেসের তিন শতাধিক যাত্রী ‘অজানা’ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এ তথ্য জানিয়েছে। প্রিন্সেস ক্রুজের এই প্রমোদতরিটি টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন তা জানা যায়নি।প্রমোদতরিতে মোট দুই হাজার ৮৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া এক হাজার ১৫৯ জন ক্রুর মধ্যে ৩৪ জন অসুস্থ হয়েছেন। তদন্ত করে সিডিসি জানতে পেরেছে, যাত্রীদের মধ্যে বমি, ডায়রিয়ার মতো উপসর্গ ধরা পড়েছিল। কিন্তু কেন হঠাৎ করে বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হলেন যাত্রী এবং প্রমোদতরির কর্মীরা তা জানা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। ৫ মার্চ টেক্সাসে জাহাজটি ফিরে এলে সিডিসির মহামারি বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিদর্শনে যান। অসুস্থদের মলের নমুনা সংগ্রহ করেন তারা। এর আগেও খবরের শিরোনামে এসেছিল রুবি প্রিন্সেস। ২০২০ সালে এই প্রমোদতরির শতাধিক যাত্রী করোনায় আক্রান্ত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct