অমরজিৎ সিংহ, বালুরঘাট, আপনজন: আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এদিন বিকেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষায় বসার আগে ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের কি কি করণীয়, কি কি করা যাবে না, পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ বিশেষ পরামর্শ দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক কমিটির পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষক- শিক্ষিকাদের সাহায্য নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিস এলাকার শিক্ষক শিক্ষিকারা। এবিষয়ে ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক চ্যাটার্জি বলেন, ‘এই ওয়ার্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে পরীক্ষায় বসার সময় কিভাবে লিখলে বা কিভাবে পড়াশোনা করলে ভালো নম্বর পেতে পারে সে সমস্ত বিষয়ে তাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শিক্ষক শিক্ষিকারা। জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা যাতে ছাত্র-ছাত্রীরা ভয় না পেয়ে, আনন্দ উৎসাহের সঙ্গে দিতে পারে সেই বিষয়ে আমাদের এই উদ্যোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct