বাবলু প্রামাণিক, বারুইপুর, আপনজন: সরকারি স্বাস্থ্য পরিকাঠামো তৃণমূল স্তরে প্রসূতি পরিষেবা নিরিখে জাতীয় মান স্পর্শ করে কেন্দ্রের স্বীকৃতি আদায় করে নিল বাংলার বারুইপুর মহকুমা হাসপাতাল। এই স্বীকৃতিকে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সাফল্যে মুকুটে অন্যতম পালক হিসেবে দেখছে চিকিৎসা মহল।ন্যাশনাল কোয়ালিটি এসিওরেন্স স্ট্যান্ডার্ড ফি বছর দেশের সব সরকারি হাসপাতালে পরিষেবার মান খতিয়ে দেখে। তার আগে অবশ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। গত বছরের ডিসেম্বরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরীক্ষায় দারুন রেজাল্ট করে এই দুই হাসপাতালে প্রসূতি বিভাগ কোয়ালিফাইং রাউন্ডে ওঠে। তারপর রাজ্য থেকে এই দুটি হাসপাতালে নাম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারের জন্য পাঠানো হয় সেখানে তার সসম্মানে উত্তীর্ণ হয়েছে এই দুই হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম দুই হাসপাতালে সাফল্যের উল্লেখ করে জানিয়েছেন জাতীয় স্তরের মূল্যায়নের ৮৭ থেকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে স্বীকৃতি আদায় করেছে বসিরহাট ও বারুইপুর মহকুমা হাসপাতাল। বারুইপুর মহখুমা হাসপাতালে সুপার ডক্টর ধীরাজ রায়ের বক্তব্যে হাসপাতালে সাফাই কর্মী থেকে চিকিৎসক নার্স সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সহকর্মীদের সহযোগিতা ছাড়া এই সম্মান পাওয়া যেত না।। এর ফলে আগামী তিন বছরের জন্য আর্থিক পুরস্কার পাওয়া যাবে যা হাসপাতালে সার্বিক উন্নয়নের কাজে লাগবে। পরিচ্ছনা থেকে চিকিৎসা বিধি সব ক্ষেত্রেই প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতি কে অগ্রাধিকার দিতে লক্ষ্য নামে স্বাস্থ্য মন্ত্রকের একটি মাপকাঠি রয়েছে মূল উদ্দেশ্য লেবার রুমের মানোন্নয়ন করে পরিষেবা নিশ্চিত করে প্রসূতি ও শিশু মৃত্যুর হার কতটা সম্ভব কমিয়ে আনা। বারুইপুর হাসপাতাল এর অধ্যক্ষের কথায় টানা দুদিন ধরে পরীক্ষা নেয়া হয়। প্রসবের সময় বিশেষজ্ঞরা করা নজরদারি করেছেন। রীতিমতো অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের এই বারইপুর মহকুমা হাসপাতাল। এমনকি প্রসূতি ও প্রসবের পর টিকাকরণ ও খাতা ধরে খুটিয়ে রেখেছেন তারপর স্বাস্থ্য ভবন থেকে ইমেইল করে পুরস্কারের কথা জানানো হয়েছে। মন্থলী বারুইপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ৮০০ জন মহিলাদের এখন ডেলিভারি হয় তার মধ্যে ২৪০ জন মহিলার সিজার হয়। এই হাসপতালে প্রতিদিন গড়ে ৪০থেকে ৫০ জন প্রসূতি মহিলার ডেলিভারি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct