সাদ্দাম হোসেন মিদ্দে, বজবজ, আপনজন: কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, রাজ্যের প্রাপ্য তহবিল বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের চড়িয়াল সেতুর উদ্বোধন করে একথা বলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লাঞ্ছনাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মমতা বাংলার মানুষের সুখ স্বাচ্ছন্দ্যকে নিশ্চিত করতে সর্বস্ব উজাড় করে দিয়েছেন। দফতর সূত্রে খবর সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫২ কোটি টাকা। বজবজ ও পূজালি এলাকার প্রায় ৫ লক্ষ মানুষ এতে সুবিধা পাবেন। এদিন উপস্থিত ছিলেন পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল, জেলা সভাধিপতি শামিমা শেখ, বিধায়ক অশোক দেব, আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct